Logo

কর্পোরেট

নীলফামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে ব্র্যাক ব্যাংকের ইনস্ট্যান্ট লোন বিতরণ

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২১:৪৫

নীলফামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে ব্র্যাক ব্যাংকের ইনস্ট্যান্ট লোন বিতরণ

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট (এফআইডি) পরিচালিত পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে ইনস্ট্যান্ট লোন বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক। ৮ আগস্ট  নীলফামারীতে আয়োজিত এ কর্মসূচিতে প্রান্তিক কৃষক, নিম্ন আয়ের ব্যক্তি, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্বল্প সুদে ঋণসুবিধা দেওয়া হয়।

কর্মসূচিতে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। এছাড়াও এই অঞ্চলে কার্যরত আরও ২০টি ব্যাংক অংশ নেয়। তৃণমূল পর্যায়ের সুবিধাভোগী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে আনতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অ্যাডিশনাল ডিরেক্টর আবেদা রহিম এবং বিশেষ অতিথি ছিলেন জয়েন্ট ডিরেক্টর জুমা রানী। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, গ্রাহক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মাত্র ৭ শতাংশ সুদে ৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে ‘জীবিকা প্লাস’ ইনস্ট্যান্ট লোন বিতরণ করে। জামানতবিহীন এই ডিজিটাল ঋণ মাত্র কয়েক মিনিটেই প্রসেস করা হয়।

বাংলাদেশ ব্যাংক ও উপস্থিত অতিথিরা ব্র্যাক ব্যাংকের এ উদ্যোগকে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও প্রান্তিক কৃষকদের ক্ষমতায়নের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন। সংবাদ বিজ্ঞপ্তি 

এমডিএ/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর