Logo

কর্পোরেট

মিডল্যান্ড ব্যাংকের ‘টাকা পে কার্ড’ উদ্বোধন

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২১:৫০

মিডল্যান্ড ব্যাংকের ‘টাকা পে কার্ড’ উদ্বোধন

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) গ্রাহকদের জন্য দেশীয় পেমেন্ট কার্ড ‘টাকা পে কার্ড’ চালু করেছে। গত ২ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্ডের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান আনুষ্ঠানিকভাবে কার্ডটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, প্রধান প্রযুক্তি কর্মকর্তা নাজমুল হুদা সরকার, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান মো. রাশেদ আকতার এবং কার্ডস বিভাগের প্রধান মো. আবেদ-উর-রহমান। তাঁরা বিশেষভাবে নকশাকৃত কার্ডের প্ল্যাকার্ড উন্মোচন করেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় চালু হওয়া টাকা পে কার্ড মূলত একটি ডেবিট কার্ড, যা শুধুমাত্র দেশীয় লেনদেনে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রার উপর নির্ভরতা কমানো, ব্যাংকের ব্যয় হ্রাস করা এবং স্থানীয় লেনদেন আরও সহজ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

টাকা পে কার্ডের অন্যতম সুবিধা হলো বৈদেশিক মুদ্রা সাশ্রয়। বর্তমানে ব্যাংকগুলোকে ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারের জন্য বৈদেশিক মুদ্রায় বার্ষিক ফি প্রদান করতে হয়, যা দেশের রিজার্ভে চাপ সৃষ্টি করে। টাকা পে কার্ড এ ব্যয় কমাতে সহায়ক হবে।

প্রাথমিকভাবে এই কার্ড পিওএস টার্মিনাল ও এটিএম মেশিনে ব্যবহার করা যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শিগগিরই ই-কমার্স লেনদেনেও এটি ব্যবহার করা যাবে। ফলে অনলাইন ও অফলাইনে নিরাপদ, সহজ ও সাশ্রয়ী লেনদেন নিশ্চিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মিডল্যান্ড ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর