রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২১:৫৩
-(1)-68a49dfc4d0fb.jpg)
সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি (১৪ আগস্ট) মতিঝিলস্থ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠানটির পরিচালক হাসান তানভীর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও পরিচালক ফরিদা ইয়াছমিন, স্বতন্ত্র পরিচালক এ কে এম শরীয়ত উল্লাহ (এফসিএ, এসিসিএ), প্রফেসর ড. শফিক উজ জামান, নাসরিন সুলতানা এবং রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হক। সভায় আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব মোস্তাফা সাজ্জাদুল হক (এসিসিএ)। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচকে