মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে সাউথইস্ট ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

বিজনেস ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৬:৪৬

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে সাউথইস্ট ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি সম্প্রতি নারায়ণগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয়। বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তারা এতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ’র পরিচালক মোঃ মোস্তাকুর রহমান। সাউথইস্ট ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন কর্মশালার সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ক্যামেলকো খোরশেদ আলম চৌধুরী।
দিনব্যাপী কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার ৫৩টি তফসিলি ব্যাংকের ১৩০ জনের বেশি কর্মকর্তা অংশ নেন। বিএফআইইউ-এর রিসোর্স পারসনদের পরিচালনায় চারটি প্রাঞ্জল ও অংশগ্রহণমূলক সেশন অনুষ্ঠিত হয়। সেশনগুলো পরিচালনা করেন বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক মোঃ রেজওয়ানুর রহমান, যুগ্ম পরিচালক মোঃ হাফিজুর রহমান খান এবং যুগ্ম পরিচালক আ.ন.ম কলিম উদ্দিন হাসান তুষার।
কর্মশালায় মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত নানা দিক আলোচনা করা হয়। শেষপর্যায়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার ও সকল অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচকে