টেকসই অর্থায়নে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল পূবালী ব্যাংক

বিজনেস ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ২০:২৩

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ‘টেকসই অর্থায়ন অগ্রগতি প্রতিবেদন ২০২৪’-এ দেশের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের মধ্যে স্থান পেয়েছে পূবালী ব্যাংক পিএলসি।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলীর হাতে টেকসই অর্থায়নে শ্রেষ্ঠত্বের সনদ ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংক জানায়, এই অর্জন তাদের দীর্ঘমেয়াদি ভিশনের প্রতিফলন। সুশাসন, পরিবেশবান্ধব অর্থায়ন, প্রযুক্তিনির্ভর সেবা এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের সমন্বয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করাই ব্যাংকের লক্ষ্য। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচআর