চলতি বছরের প্রথম আট মাসে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক ১০,০০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে। এ প্রবৃদ্ধি আমানত সংগ্রহে ব্যাংকটির টেকসই সাফল্যের প্রতিফলন।
বিগত কয়েক বছর ধরে ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ধারাবাহিকভাবে লক্ষণীয় ডিপোজিট প্রবৃদ্ধি ধরে রেখেছে। ব্যাংকের সাম্প্রতিক এই মাইলফলক আমানত সংগ্রহে ব্যাংকিং খাতে নতুন বেঞ্চমার্ক তৈরি করেছে।
এই সাফল্য উদযাপনে বুধবার (২০ আগস্ট, ২০২৫) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্রাঞ্চ নেটওয়ার্কের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগ দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক। এছাড়া রিজিওনাল হেড, ক্লাস্টার হেড এবং ব্রাঞ্চ ম্যানেজারদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক ও সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন।
গ্রাহক আস্থা এবং সম্পর্কের বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যাংকের এমডি ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, গ্রাহকের সঙ্গে আস্থার সম্পর্কই আমানত সংগ্রহে ব্যাংকের সবচেয়ে বড় দক্ষতা। তিনি আশা প্রকাশ করেন, ২০২৫ সালের বাকি সময়ে এবং ভবিষ্যতেও ডিপোজিট প্রবৃদ্ধিতে এ ধারা অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচআর