এক্সিলেন্স বাংলাদেশের স্কিলসেট শোডাউন, তরুণদের দক্ষতায় নতুন মাত্রা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২০:৫৯

বাংলাদেশের অন্যতম বৃহৎ যুব প্ল্যাটফর্ম এক্সিলেন্স বাংলাদেশ সম্প্রতি তাদের প্রথম ‘স্কিলসেট শোডাউন’ সিজন ওয়ানের সেরা দশ বিজয়ীকে পুরস্কৃত করেছে। একইসাথে, অ্যালামনাইদের নিয়ে একটি মিলনমেলার আয়োজন করা হয়।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় এই দ্বৈত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘আনলক ইয়োর ফিউচার’।
দেশের তরুণ শিক্ষার্থীদের কর্পোরেট জগতের জন্য প্রস্তুত করা এবং তাদের দক্ষতা বিকাশে সহায়তা করাই এক্সিলেন্স বাংলাদেশের প্রধান উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় এক্সিলেন্স একাডেমির তত্ত্বাবধানে ‘স্কিলসেট শোডাউন’-এর যাত্রা শুরু হয়। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন ক্যাম্পাস থেকে আসা তরুণরা তাদের সুপ্ত প্রতিভা এবং অর্জিত দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়।
এই আয়োজনে সহযোগিতা করেছে বাংলাদেশের বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান। পার্টনার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল এসএসবি লেদার, বাংলাদেশের খবর, পারটেক্স টিস্যু, সিহা ব্যাগ ফ্যাক্টরি, ক্যারিয়ার প্রো, শাহগজ এবং স্কিলজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দিপেশ নাগ। তিনি তরুণদের এই ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, যিনি শিক্ষার্থীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করায় এক্সিলেন্স বাংলাদেশকে সাধুবাদ জানান।
স্কিলসেট শো ডাউনে, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (কুয়েট)-এর শিক্ষার্থী মো. আখলাকুল ইসলাম ফাইম। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিন তাসনিম ফারিহা ১ম রানারআপ নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, ২য় রানারআপ নির্বাচিত হয়েছেন আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর মো. গোলাম মোহাইমানুর। সবশেষে, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ-এর জায়েদ ইবনে হারুন পেয়েছেন ৩য় রানারআপ অবস্থান। প্রতিযোগিতায় মোট দশজনকে সেরাদের সেরা হিসেবে বেছে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রায় ৫০ জনের বেশি অ্যালামনাই অংশ নেন, যারা বর্তমানে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে সফলভাবে কাজ করছেন। তাদের এই উপস্থিতি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য দারুণ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজির আবরার অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন।
তিনি জানান, শিক্ষার্থীদের সঙ্গে কর্পোরেট জগতের একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করাই তাদের মূল লক্ষ্য। ‘স্কিলসেট শোডাউন’ এই লক্ষ্যের একটি সফল প্রতিফলন। এই প্রকল্পের মূল দায়িত্বে ছিলেন এক্সিলেন্স বাংলাদেশের হেড অব অপারেশন্স নাইম মুন্তাজের, এবং সম্পূর্ণ আয়োজনটি সফলভাবে পরিচালনা করে এক্সিলেন্স বাংলাদেশের ট্যালেন্ট ম্যানেজমেন্ট টিম।
অনুষ্ঠানটি শুধু বিজয়ীদের সম্মাননা জানানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি এক্সিলেন্স বাংলাদেশের অ্যালামনাই এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতেও সাহায্য করেছে।
এমএইচএস