Logo

কর্পোরেট

টেকসই ব্যাংকের তালিকায় পরপর তৃতীয়বার যমুনা ব্যাংক

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২১:৪৪

টেকসই ব্যাংকের তালিকায় পরপর তৃতীয়বার যমুনা ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ২০২৪ সালের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় পরপর তৃতীয়বার জায়গা করে নিয়েছে যমুনা ব্যাংক।

পরিবেশবান্ধব অর্থায়ন, শক্তিশালী আর্থিক ভিত্তি, সেবার বিস্তৃতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের স্বীকৃতি হিসেবে যমুনা ব্যাংক এ সাফল্য অর্জন করে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আয়োজিত সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন অনুষ্ঠানে গভর্নর ড. আহসান এইচ. মনসুর যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী, যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ প্রসান্ত সামিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ বলেন, ‘যমুনা ব্যাংকের টেকসই ও পরিবেশবান্ধব উদ্যোগগুলো কেবল সামাজিক দায়বদ্ধতার নিদর্শন নয়; এগুলো ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় করার একটি কৌশল। এ স্বীকৃতি আমাদের দায়িত্বশীল ও ভবিষ্যৎমুখী ব্যাংকিংয়ের প্রতিফলন।’ সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যমুনা ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর