Logo

কর্পোরেট

ব্লুমবার্গ ইএসজি রেটিংয়ে দেশসেরা প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০০:৩২

ব্লুমবার্গ ইএসজি রেটিংয়ে দেশসেরা প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক

দেশীয় ও আন্তর্জাতিক দুটি প্রতিষ্ঠানের স্বীকৃতির মধ্য দিয়ে টেকসই ব্যাংকিং-যাত্রায় আরও এগিয়ে গেল ব্র্যাক ব্যাংক। ব্লুমবার্গ ইএসজি রেটিং ২০২৪-এ বাংলাদেশের সব প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে ব্যাংকটি। একই সময়ে বাংলাদেশ ব্যাংকও পঞ্চমবারের মতো ব্র্যাক ব্যাংককে অন্যতম শীর্ষ টেকসই ব্যাংক হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ব্লুমবার্গ ইএসজি রেটিং
ব্লুমবার্গ ইএসজি রেটিং ২০২৪-এ ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ ৩.৮ সামগ্রিক স্কোর অর্জন করে। এর মধ্যে পরিবেশে ১.৭৬, সামাজিক সূচকে ৫.৮৩ এবং সুশাসনে ৩.০৭ স্কোর পায় ব্যাংকটি। এ অর্জনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশীয় প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স (৩.৫১) ও সিটি ব্যাংক (২.৬৪)-সহ বাংলাদেশে পরিচালিত বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকেও ছাড়িয়ে গেছে। এর ফলে ধারাবাহিকভাবে তৃতীয় বছরের মতো ব্লুমবার্গের শীর্ষ দশ প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিল ব্র্যাক ব্যাংক।

এই স্বীকৃতির পেছনে ছিল ব্যাংকটির পূর্ণাঙ্গ কার্বন নিঃসরণ রিপোর্ট, ‘সাসটেইনেবিলিটি অ্যান্ড ইমপ্যাক্ট রিপোর্ট ২০২৪’, আইএফআরএস এস-১ ও এস-২ রিপোর্ট এবং বার্ষিক প্রতিবেদন প্রকাশ। এভাবে সুশাসনে নতুন বেঞ্চমার্ক স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক। ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ব্যাংকটির টেকসই অর্থায়নের পরিমাণ দাঁড়ায় ৫০ হাজার ২১৫ কোটি টাকা, যা মোট অ্যাসেট পোর্টফোলিওর ৮২ শতাংশ।

বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ বাজারমূলধন (১ বিলিয়ন মার্কিন ডলার) ও সর্বোচ্চ আন্তর্জাতিক বিনিয়োগকারীর শেয়ারহোল্ডিং (৩২ শতাংশ) ব্র্যাক ব্যাংকের নেতৃত্বস্থানের প্রতিফলন। একই সঙ্গে তিন ধরনের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের তথ্য (জিএইচজি স্কোপ ১, ২ ও ৩) প্রকাশের মধ্য দিয়ে দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছে ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংকের টেকসই ব্যাংক রেটিং
বাংলাদেশ ব্যাংকও ২০২৪ সালের টেকসই ব্যাংক রেটিংয়ে ব্র্যাক ব্যাংককে শীর্ষদের মধ্যে রাখে এবং ‘এক্সেলেন্ট’ রেটিং প্রদান করে। দেশে কেবল আরও দুটি ব্যাংক এই রেটিং অর্জন করেছে।
কেন্দ্রীয় ব্যাংক পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে এই রেটিং দেয়— সাসটেইনেবল ফাইন্যান্স ইনডেক্স, সিএসআর কার্যক্রম, গ্রিন রিফাইন্যান্স, কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি ইনডেক্স ও ব্যাংকিং সার্ভিস কাভারেজ।


ব্র্যাক ব্যাংকই দেশের প্রথম ব্যাংক, যারা পার্টনারশিপ ফর কার্বন অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়ালস (পিসিএএফ) ফ্রেমওয়ার্ক অনুযায়ী স্কোপ ১, ২ ও ৩ কার্বন নিঃসরণের তথ্য প্রকাশ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক সাসটেইনেবিলিটি স্ট্যান্ডার্ডস বোর্ড (আইএসএসবি) মানদণ্ড অনুযায়ী স্বতন্ত্র আইএফআরএস এস-১ ও এস-২ রিপোর্ট প্রকাশ করেছে। আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিস অনুসরণ করে ১,০০০ কোটি টাকার সোশ্যাল বন্ড ইস্যুর প্রস্তুতিও নিচ্ছে ব্যাংকটি, যা হবে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশন (আইসিএমএ) প্রিন্সিপালস অনুযায়ী।

দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাহকদের জন্য গ্রিন ফাইন্যান্স ও পুনঃঅর্থায়ন সহজলভ্য করতে ব্র্যাক ব্যাংক ৫০টি সাসটেইনেবল ফাইন্যান্স হেল্পডেস্ক স্থাপন করেছে। ব্যাংকিংয়ের বাইরেও সিএসআর উদ্যোগের মাধ্যমে সমাজে প্রভাব রাখছে প্রতিষ্ঠানটি। শুধু ২০২৪ সালেই স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় ৫০ হাজার মানুষ সেবা পেয়েছে, জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পের আওতায় সহায়তা পেয়েছে ৪৬ হাজার কৃষক এবং শিক্ষা খাতে ৭০০ সুবিধাবঞ্চিত নারী পেয়েছে উচ্চশিক্ষার বৃত্তি।

এই অর্জন প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘সাসটেইনেবিলিটি এখন আর কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, প্রবৃদ্ধি ও প্রাসঙ্গিকতার ভিত্তি। ব্লুমবার্গ ও বাংলাদেশ ব্যাংকের এই স্বীকৃতি আমাদের দায়িত্বশীল ব্যাংকিং, স্বচ্ছতা ও ইতিবাচক প্রভাব তৈরির প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে। ব্র্যাক ব্যাংকে আমরা বিশ্বাস করি, ইএসজি কেবল পরিবেশ রক্ষা বা সামাজিক উন্নয়ন নয়, বরং এটি একটি ভবিষ্যতমুখী প্রতিষ্ঠান গড়ে তোলার প্রক্রিয়া, যেখানে বিনিয়োগকারী, নিয়ন্ত্রক, সহকর্মী ও গ্রাহকেরা আস্থা রাখতে পারেন। আমরা সবুজ ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে জাতীয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তাৎপর্যপূর্ণ অবদান রাখা যায়।’ সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর