Logo

কর্পোরেট

বাংলাদেশ ব্যাংক–ব্র্যাক ব্যাংকের উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২১:৩৯

বাংলাদেশ ব্যাংক–ব্র্যাক ব্যাংকের উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু

দেশের সম্ভাবনাময় ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় এবং স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)–এর উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হলো। সোমবার রাজধানীতে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রথম ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও এসআইসিআইপি-এর নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন। আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা, প্রোগ্রাম ডিরেক্টর মো. নজরুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।

এক মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেবেন সিএমএসএমই উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের অভিজ্ঞ প্রশিক্ষকেরা ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধিতে দিকনির্দেশনা দেবেন।

প্রশিক্ষণ কর্মসূচিটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত হবে। এর ব্যবস্থাপনায় থাকবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এসআইসিআইপি প্রকল্প এবং বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট।

ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘এসএমই খাতের উন্নয়নে আমরা সবসময় উদ্যোক্তাদের সহজ অর্থায়নের পাশাপাশি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিই। এ কর্মসূচি দেশের তৃণমূল উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ তৈরি করবে।’

তিনি আরও আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও টেকসই উন্নয়নে সহায়ক হবে এবং দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

এমডিএ/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক ব্র্যাক ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর