Logo

কর্পোরেট

পূবালী ব্যাংকে নতুন কর্মকর্তাদের জন্য ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২১:৪৫

পূবালী ব্যাংকে নতুন কর্মকর্তাদের জন্য ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম

পূবালী ব্যাংক পিএলসি’র নতুন নিয়োগপ্রাপ্ত ১২৮ জন কর্মকর্তাদের জন্য মানবসম্পদ বিভাগ পাঁচদিনব্যাপী ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। মানবসম্পদ বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক ইসমত আরা হক স্বাগত বক্তব্য রাখেন।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে এমডি মোহাম্মদ আলী বলেন, ‘নিষ্ঠা, সততা ও একাগ্রতার সঙ্গে কাজ করে দক্ষ ব্যাংকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।’ তিনি বিশ্বায়নের যুগে ব্যাংকিং–সংক্রান্ত জ্ঞান আহরণ ও আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পূবালী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর