সাউথইস্ট ব্যাংক গ্রীন স্কুলের ও-লেভেল পরীক্ষায় অসাধারণ সাফল্য, শিক্ষার্থীদের সম্মাননা

বিজনেস ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৭:৪৪

সাউথইস্ট ব্যাংক গ্রীন স্কুল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এডেক্সেল ও-লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান স্কুলের প্রথম ব্যাচের সফল গ্র্যাজুয়েশন সম্পন্ন করার ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান এম. এ. কাশেম, স্কুলের চেয়ারপারসন রেহানা রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং স্কুলের প্রিন্সিপাল সৈয়দা নাসরিন আক্তারসহ শিক্ষকবৃন্দ। তাঁরা একত্রে শিক্ষার্থীদের অসাধারণ কৃতিত্বকে স্বীকৃতি দেন।
প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র এবং উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা অধ্যবসায়, দৃঢ় সংকল্প এবং শিক্ষকদের অবদানের গুরুত্ব তুলে ধরেন।
চেয়ারম্যান এম. এ. কাশেম শিক্ষার্থীদের সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের আশাবাদ ব্যক্ত করেন। চেয়ারপারসন রেহানা রহমান প্রথম ব্যাচকে অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন স্কুলের ভবিষ্যৎ সাফল্যের ভিত্তিপ্রস্তর হবে।
প্রিন্সিপাল সৈয়দা নাসরিন আক্তার শিক্ষকদের প্রতিশ্রুতি ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানটি অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে শেষ হয়, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য অর্জনে উৎসাহ যোগায়। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচকে