বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ শুরু

বিজনেস ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৯:৩৯

বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ব্র্যাক ব্যাংক।
সোমবার (২৫ আগস্ট ২০২৫) ঢাকার গুলশানে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন হয়।
‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’–এর অধীনে আয়োজিত এই উদ্যোগে ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের নতুন উদ্যোক্তারা অংশ নেবেন। প্রশিক্ষণে ব্যবসা পরিচালনা, ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে তাঁদের সক্ষমতা বৃদ্ধি করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও এসআইসিআইপি-এর নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা, প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।
এক মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেবেন দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা। প্রশিক্ষণ পরিচালনা করবেন বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকরা। কর্মসূচিটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত হবে এবং অর্থ মন্ত্রণালয়ের এসআইসিআইপি প্রকল্প এর ব্যবস্থাপনা করবে।
ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘এসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় নতুন উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করে আসছে। এ প্রশিক্ষণ তাঁদের ব্যবসা সম্প্রসারণ ও টেকসইতায় বড় অবদান রাখবে।’
তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ দেশের অর্থনীতির গতি বাড়াবে এবং তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।’
এমডিএ/এমএইচএস