Logo

কর্পোরেট

দুবাইয়ে মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন রিমঝিম গ্রুপের এমডি ওয়ালিউর রহমান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২০:৪৮

দুবাইয়ে মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন রিমঝিম গ্রুপের এমডি ওয়ালিউর রহমান

আবাসন খাতে আস্থা ও নির্ভরতার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন রিমঝিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউর রহমান। বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়। ওয়ালিউর রহমান জাতীয় দৈনিক নয়া শতাব্দী পত্রিকারও প্রকাশক।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মিলেনিয়াম প্লাজা ডাউন টাউন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়। ওয়ালিউর রহমানের হাতে পদক তুলে দেন ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন ও সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা ইয়াকুব আল আলি।

এবারের আয়োজনে সংগীতে অবদানের জন্য কবিতা কৃষ্ণ মূর্তি, সামাজিক ক্ষেত্রে নাদিয়া আল সাইয়িদ, সাহিত্যে কবি ড. শিহাব ঘানেম, অভিনয়ে রাজপাল যাদব, বাণিজ্যে শ্রী হর্ষবর্ধন নিয়তিয়া, চিকিৎসায় ডা. সরোষ মন্ডল এবং হলিউড স্টুডিও ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক তারিক আহমেদ নিজামিসহ আরও অনেকে সম্মানিত হন।

এমডিএ/এইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর