৪০০ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক

বিজনেস ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২০:৫৪
-68af1c2463979.png)
দেশের বিভিন্ন অঞ্চলের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪০০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। বুধবার (২৭ আগস্ট) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ২০০ জন ছাত্র ও ২০০ জন ছাত্রী রয়েছে। দুই বছরের কোর্স সম্পন্ন করতে শিক্ষার্থীরা সর্বমোট ২ কোটি ২০ লাখ টাকা বৃত্তি পাবেন। এর মধ্যে ৫০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত থেকে সরাসরি বৃত্তির চেক গ্রহণ করেন, বাকি ৩৫০ জন শিক্ষার্থীর বৃত্তির অর্থ তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। এ সময় পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদসহ পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এ. কে. আজাদ বলেন, ‘সত্যিকারের মেধাবীরাই দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। তাদের যথাযথভাবে পরিচর্যা করা প্রয়োজন।’ তিনি আরও জানান, ২০০৬ সাল থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংক দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।
ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, ‘এই বৃত্তি শিক্ষার্থীদের শুধু আর্থিক সহায়তা নয়, বরং অনুপ্রেরণা ও সাহস জোগাবে। ভবিষ্যতে তারা দ্বিগুণ উৎসাহে পড়াশোনায় মনোনিবেশ করে দেশের উন্নয়নে অবদান রাখবে।’
এমডিএ/এইচকে