মিডল্যান্ড ব্যাংকে এএমএল-সিএফটি সচেতনতামূলক অধিবেশন

বিজনেস ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৬:৫১

মিডল্যান্ড ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনার জন্য অ্যান্টি মানি লন্ডারিং (এএমএল) এবং কমব্যাটিং ফিন্যান্সিং অব টেররিজম (সিএফটি) বিষয়ক সচেতনতামূলক অধিবেশনের আয়োজন করেছে। ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং ডিভিশনের উদ্যোগে ২৬ আগস্ট ২০২৫ তারিখে ব্যাংকের বোর্ডরুমে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, অন্যান্য পরিচালক এবং এমডি ও সিইও মো. আহসান-উজ জামানসহ পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধিবেশনটি পরিচালনা করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো. মোস্তাকুর রহমান এবং যুগ্ম পরিচালক মো. মাহমুদুল হক ভূঁইয়া। তারা এএমএল ও সিএফটি সম্পর্কিত বিভিন্ন আইন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কৌশলগত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিএএমএলসিও মো. জাহিদ হোসেন, উপ-সিএএমএলসিও-১ (নীতি ও বাণিজ্য) খোন্দকার তৌফিক হোসেন, উপ-সিএএমএলসিও-২ (এএমএল অপারেশনস) ও এএমএল বিভাগের প্রধান ফজল আবদুল্লাহ এবং এএমএল টিমের সদস্যরা।
অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক, যেখানে পরিচালকরা সক্রিয়ভাবে মতামত দেন এবং এএমএল বিষয়ক নানা বিষয়ে অনুসন্ধান করেন।
চেয়ারম্যান আহসান খান চৌধুরী অধিবেশনের সমাপনী বক্তব্যে বলেন, এ ধরনের সচেতনতামূলক অধিবেশন ঘন ঘন আয়োজন করা উচিত। এতে সিনিয়র ম্যানেজমেন্ট, ব্যাংক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সব অংশীদারের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচকে