বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে মিজান-ইকবাল প্যানেলের ইশতেহার ঘোষণা

বিজনেস ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:০৭

বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের ২০২৫ সালের নির্বাচন উপলক্ষে মিজান-ইকবাল প্যানেলের ইশতেহার ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে আয়োজিত এক জমকালো ফ্যামিলি নাইট অনুষ্ঠানে প্যানেলের নেতৃবৃন্দ এই ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান প্যানেলের ২১ সদস্য বিশিষ্ট প্রার্থী তালিকা উপস্থাপন করেন এবং উপস্থিত সদস্য ও ভোটারদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন। তাঁর সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী ইকবাল হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মির্জা রকিবুল হাসান মিঠু।
সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা বিশ্বাস করি আধুনিক মনোভাবাপন্ন, তারুণ্যদীপ্ত ও সৎ নেতৃত্বের মাধ্যমে সংগঠনে নতুন ধারা তৈরি করা সম্ভব। সারাদেশের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা ও তাদের সমস্যা দ্রুত সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী ইকবাল হোসেন চৌধুরী বলেন, আমি এর আগেও আপনাদের ভালোবাসায় নির্বাচিত হয়েছি। এবার আমরা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে এসেছি একটি স্বচ্ছ, দায়িত্বশীল এবং ব্যবসায়ীবান্ধব সংগঠন গঠনের প্রত্যয়ে। ব্যবসায়ীদের স্বার্থই আমাদের অগ্রাধিকার।
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মির্জা রকিবুল হাসান মিঠু বলেন, গত নির্বাচনে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এবার আমাদের মূল লক্ষ্য হবে ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করা এবং সারাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা।
মিজান-ইকবাল প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র সহ–সভাপতি গোলাম সারওয়ার কাইউম, সহ–সভাপতি কাজী মাহবুব আলম, হাজী আফছার উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম এ কবির সুমন, সাংগঠনিক সম্পাদক মির্জা রকিবুল হাসান মিঠু, অর্থ সম্পাদক নুর নেওয়াজ বাপ্পি, দপ্তর সম্পাদক মো. রাজিব উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শেখ সাহেদ, ধর্ম ও স্বাস্থ্য সম্পাদক মো. সিরাজুল ইসলাম, আইন ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলমগীর, মহিলা বিষয়ক সম্পাদক শাহানা আহমেদ অনন্যা রুমা, কার্যনির্বাহী সদস্যবৃন্দ মো. আমিনুল ইসলাম, মো. বোরহান উদ্দীন, মো. ময়নুল ইসলাম মিন্টু, মো. আনোয়ার হোসেন, মো. ইকবাল হোসেন, মো. ফরিদ উদ্দিন, মো. সোহেল রানা।
আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিতব্য নির্বাচনে মিজান-ইকবাল প্যানেল বিজয়ের ব্যাপারে আশাবাদী এবং সংগঠনের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। সংবাদ বিজ্ঞপ্তি
এমএম/