Logo

কর্পোরেট

স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’ পেল ম্যাড স্টারসের গ্র্যান্ড প্রিক্স

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৮:০৩

স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’ পেল ম্যাড স্টারসের গ্র্যান্ড প্রিক্স

বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে নতুন ইতিহাস গড়ল স্বপ্নধরা আবাসন প্রকল্প। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ম্যাড স্টারস অ্যাওয়ার্ডস ২০২৫-এ স্বপ্নধরার উদ্ভাবনী উদ্যোগ ‘প্লট ফার্মিং’ অর্জন করেছে সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড প্রিক্স। ভিন্ন ধারার কাজের মাধ্যমে দেশের আবাসন খাতের টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।

ম্যাড স্টারস প্রতিযোগিতায় বিশ্বের ৬৩টি দেশ থেকে জমা পড়ে ২০ হাজারেরও বেশি কাজ। এর মধ্যে ‘প্লট ফার্মিং’ ক্যাম্পেইনটি এসডিজি (সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস)-এর সাসটেইনেবল সিটিজ ও নো পোভার্টি ক্যাটেগরিতে গ্র্যান্ড প্রিক্স ও গোল্ড পুরস্কার অর্জন করে। এই অর্জন বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এক বড় গর্ব।

‘প্লট ফার্মিং’ প্রকল্পে অব্যবহৃত হাউজিং প্লটকে রূপান্তর করা হয়েছে আবাদি জমিতে। এ উদ্যোগে ভূমিহীন কৃষকরা চাষের সুযোগ পেয়েছে, লাভবান হয়েছে তারা; জমির মালিকরা পেয়েছেন বাড়তি আয়, আর শহরবাসী পেয়েছে আশেপাশেই উৎপাদিত তাজা শাকসবজি। শতাব্দীপ্রাচীন বর্গাচাষ প্রথাকে আধুনিক রূপ দিয়ে রিয়েল এস্টেট ও কৃষির মধ্যে নতুন এক মেলবন্ধন তৈরি করেছে এই প্রকল্প।

অব্যবহৃত জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করে স্বপ্নধরা প্রমাণ করেছে—শহরায়ন ও কৃষি পাশাপাশি এগোতে পারে। প্রকল্পটির আইডিয়া ও বাস্তবায়নে সহযোগিতা করেছে বাংলাদেশের বিজ্ঞাপন সংস্থা পপ ফাইভ।

এই সম্মাননা শুধু স্বপ্নধরা বা পপ ফাইভ-এর নয়, বরং বাংলাদেশের রিয়েল এস্টেট ও বিজ্ঞাপন শিল্পের জন্যও এক গুরুত্বপূর্ণ অর্জন। সংবাদ বিজ্ঞপ্তি 

এমডিএ/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বপ্নধরা আবাসন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর