Logo

কর্পোরেট

কুমিল্লায় অগ্রণী ব্যাংকের মিট দ্যা বরোয়ার ও ব্যবস্থাপক সম্মেলন

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৮:০৮

কুমিল্লায় অগ্রণী ব্যাংকের মিট দ্যা বরোয়ার ও ব্যবস্থাপক সম্মেলন

অগ্রণী ব্যাংক পিএলসি’র কুমিল্লা সার্কেলের ২০২৫ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ‘মিট দ্যা বরোয়ার ও ব্যবস্থাপক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট ২০২৫) কুমিল্লায় আয়োজিত এ সম্মেলনে সার্কেলাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এসময় ‘মিট দ্যা বরোয়ার’ সেশনে খেলাপি গ্রাহক প্রতিষ্ঠান থেকে নগদ ৪ কোটি ৭৫ লক্ষ টাকা আদায় করা হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও রূবানা পারভীন। সভাপতিত্ব করেন কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (অডিট) মো. ইখতিয়ার উদ্দীন।

সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম শ্রেণীকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণ এবং মামলা নিস্পত্তির ওপরও প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এছাড়াও ২০২৫ সালের সকল ব্যবসায়িক সূচক অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট অঞ্চল, কর্পোরেট শাখা প্রধান ও ব্যবস্থাপকদের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশনা প্রদান করেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্রণী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর