রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বিজনেস ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২১:১৯
-68b4681c8dde4.png)
সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন এবং পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান, সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ, কমান্ডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) সুব্রত কুমার বালা, রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শাহ আলম খান, ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ এবং রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান মোঃ সাজেদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেদের টিকে থাকার জন্য পরিবেশ সংরক্ষণে আরও সচেতন হতে হবে। এজন্য বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছাসেবী কার্যক্রম জোরদার করার পাশাপাশি বিনিয়োগ বাড়াতে হবে। তিনি বিদেশি গাছ না লাগিয়ে দেশীয় গাছ রোপণের ওপর গুরুত্বারোপ করেন এবং বৃক্ষরোপণের পাশাপাশি যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর জোর দেন।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন বলেন, বৃক্ষ শুধু প্রকৃতির ভারসাম্যই রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করতেও সহায়ক। তিনি এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য পূবালী ব্যাংককে ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচকে