ঢাকা ন্যাশনাল মেডিকেলকে পূবালী ব্যাংকের ৪০ লাখ টাকার অনুদান

বিজনেস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৪

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালকে ৪০ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।
সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী হসপিটালের পরিচালক প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. ইফফাত আরার হাতে অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালের ডেপুটি ডিরেক্টর ডা. রেজাউল হক রনি এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুদান প্রদান উপলক্ষে মোহাম্মদ আলী বলেন, ‘পূবালী ব্যাংক কেবল মুনাফার জন্য ব্যবসা করে না, সমাজের প্রতি তাদের দায়িত্ববোধও রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালকে এই আর্থিক সহায়তা দেওয়া হলো।’ সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচআর