বৈধ পথে রেমিট্যান্সে উৎসাহিত করতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক শিক্ষা কর্মসূচী চট্টগ্রামে

বিজনেস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪০

প্রবাসীদের আয় বৈধ পথে দেশে পাঠাতে উৎসাহিত করতে চট্টগ্রামে আর্থিক শিক্ষা কর্মসূচীর আয়োজন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। রবিবার (৩১ আগস্ট, ২০২৫) এক স্থানীয় হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম আঞ্চলিক প্রধান রাশেদ সরওয়ার।
অনুষ্ঠানে বক্তারা বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুফল ও অবৈধ হুন্ডির ক্ষতিকর দিক তুলে ধরেন। আর্থিক শিক্ষার অংশ হিসেবে ভিডিও প্রদর্শনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে আর্থিক পরিকল্পনার গুরুত্বও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের জুবলী রোড শাখার ব্যবস্থাপক ও ইভিপি এ.টি.এম কামরুদ্দিন চৌধুরী, ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চট্টগ্রামের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোসলেহ্ উদ্দীন আহমেদ রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতির অবদান, বিদেশে দক্ষ কর্মীর চাহিদা এবং চট্টগ্রাম অঞ্চলে ব্যাংকের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। শেষে অতিথি ও প্রবাসী পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচআর