
‘তারুণ্যের উৎসব-২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে তরুণ উদ্যোক্তা তৈরি ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করেছে সোনালী ব্যাংক পিএলসি। সোমবার (১ সেপ্টেম্বর, ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন এমডি ও সিইও মো. শওকত আলী খান।
উদ্বোধনী বক্তব্যে তিনি শাখায় আগত গ্রাহকদের সেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের করণীয় দিক নির্দেশনা দেন এবং ব্যাংককে জনগণের কাছে আরও সহজপ্রাপ্য করে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার, মাঠ পর্যায়ের জিএম অফিস ও প্রিন্সিপাল অফিস প্রধানসহ সকল শাখা প্রধান অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচআর