বরিশালে সুইফট বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৪
-68b70e95b7ef7.png)
বাংলাদেশ ব্যাংক ও লিড ব্যাংকসমূহের উদ্যোগে ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বরিশালে সুইফট বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। লিড ব্যাংকসমূহ— শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং এনআরবিসি ব্যাংক পিএলসি’র সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এর মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক সমন্বয়কের ভূমিকা পালন করে সফল আয়োজন নিশ্চিত করে।
বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মধুসূদন বনিক প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইমতিয়াজ আহমেদ মাসুম।
কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক ড. মোঃ আরিফ-উর-রহমান, উপ-পরিচালক ইমতিয়াজুর রহমান, সহকারী পরিচালক (আইসিটি) আব্দুল কাশেম এবং উপ-সহকারী পরিচালক রাজেশ চক্রবর্তী। এ ছাড়া লিড ব্যাংকসমূহের আন্তর্জাতিক বিভাগ প্রধান ও বরিশাল শাখার প্রধানগণ অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ, মার্কেন্টাইল ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান জিহান আল ফুয়াদ, ট্রাস্ট ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান কাজী নাজিম আহমেদ এবং এনআরবিসি ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে মধুসূদন বনিক কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ব্যাংকিং খাতে সাইবার ঝুঁকি, জালিয়াতি এবং হ্যাকিং প্রতিরোধে সচেতনতা ও প্রস্তুতি জোরদারের উপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি ইমতিয়াজ আহমেদ মাসুম মানি লন্ডারিং ঝুঁকি, স্যাংশনস কমপ্লায়েন্স এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান।
আলোচকবৃন্দ ব্যাংক খাতে আসন্ন ফিন প্লাস (ঋওঘচষঁং)-এর বাধ্যতামূলক গ্রহণযোগ্যতার গুরুত্ব তুলে ধরেন এবং ব্যাংক কর্মকর্তাদের সুইফট মেসেজিং স্ট্যান্ডার্ড ও অবকাঠামোগত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর প্রতি উৎসাহিত করেন।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ড. মোঃ আরিফ-উর-রহমান অংশগ্রহণকারী ব্যাংকসমূহকে ধন্যবাদ জানান এবং সুইফট-এর ভবিষ্যৎ উদ্যোগসমূহ সফলভাবে বাস্তবায়নে অব্যাহত সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/