সাউথইস্ট ইউনিভার্সিটিতে ডেনমার্ক ও সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি দলের সফর

বিজনেস ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৬

সাউথইস্ট ইউনিভার্সিটি আগস্ট মাসে ডেনমার্ক ও সুইজারল্যান্ড দূতাবাসের দুটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানায়। সফরের মূল উদ্দেশ্য ছিল ইউরোপের এই দুটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক ও গবেষণামূলক সহযোগিতা বৃদ্ধি করা।
বৃহস্পতিবার (২১ আগস্ট, ২০২৫) ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি দল সাউথইস্ট ইউনিভার্সিটি পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন সেক্টর কাউন্সিলর ওলে রোসেনবর্গ জাস্টেসেন এবং সাসটেইনেবল প্রোডাকশনবিষয়ক সহযোগী উপদেষ্টা ফাহিম আবরার। তাঁরা বাংলাদেশের কৃষি, জলবায়ু, পরিবেশ ও শ্রম সম্পর্কিত বিশাল ডেটা সম্পদের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এসব খাতে গবেষণাভিত্তিক সহযোগিতা ও ডেনমার্কে উচ্চশিক্ষার জন্য বৃত্তি ও তহবিলের সুযোগ নিয়েও আলোচনা হয়।
পরে মঙ্গলবার (২৬ আগস্ট, ২০২৫) সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করে। দলটির নেতৃত্ব দেন কাউন্সিলর ও রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগবিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি। তাঁর সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ চৌধুরী। তাঁরা সুইস গভ. এক্সেলেন্স স্কলারশিপ কর্মসূচির ওপর আলোকপাত করেন, যা পিএইচডি ও পোস্ট-ডক্টোরাল গবেষকদের জন্য সুইস সরকারের বিশেষ উদ্যোগ। এছাড়া আন্তঃপ্রাতিষ্ঠানিক গবেষণা সহযোগিতা, গবেষণাভিত্তিক শিক্ষা ও সাউথইস্ট ইউনিভার্সিটি ও সুইস বিশ্ববিদ্যালয়গুলোর অংশীদারিত্ব উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।
সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.) এবং বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালকরা প্রতিনিধি দলকে স্বাগত জানান।
বৈঠকগুলোতে যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষার্থী ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি ও কমিউনিটি উন্নয়নে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি যুব নেতৃত্ব ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচআর