
সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর, ২০২৫) এ উপলক্ষে প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।
সভায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি প্রতিনিধি দল অগ্নিকাণ্ডের কারণ, প্রতিরোধের উপায়, সচেতনতা ও করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
পরে প্রধান কার্যালয় প্রাঙ্গণে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ফায়ার সার্ভিস দলের যৌথ অংশগ্রহণে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচআর