Logo

কর্পোরেট

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ‘ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৫’

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩১

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ‘ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৫’

রাজশাহী সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যত নেতৃত্ব গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৫’। আইএফআইসি ব্যাংকের উদ্যোগে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর, ২০২৫) আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন কলেজের তিন শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মোঃ মেজবাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মোঃ মনিতুর রহমান। সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সারওয়ার জাহান।

আয়োজনে শিক্ষার্থীদের জন্য আর্থিক পরিকল্পনা ও তার প্রয়োজনীয়তা, সঞ্চয়ের গুরুত্ব ও কৌশল, ব্যাংকিং খাত ও সেবার সংক্ষিপ্ত বিবরণ, ডিজিটাল আর্থিক সেবা, সাইবার নিরাপত্তা, জাল নোট শনাক্তকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসব বিষয়ে বিস্তারিত ধারণা পান এবং সরাসরি অতিথিদের নিকট থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর