আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও নগদের মধ্যে চুক্তি স্বাক্ষর

বিজনেস ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৪

শরীয়াহ্ ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এবং মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর, ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পাদিত হয়।
এই চুক্তির মাধ্যমে ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে নগদে অর্থ স্থানান্তর এবং নগদের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন পেমেন্ট করার সুবিধা পাবেন গ্রাহকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান এবং নগদ লিমিটেডের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর মো. হাবিবুর রহমান। উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু জাফর এবং নগদের প্রধান বাণিজ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ শাহিন সারোয়ার ভূঁইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিটিও (চলতি দায়িত্ব) মো. সোয়েব আহমেদ, ডিজিটাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, নগদের হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু এবং হেড অব ব্যাংক, এফআই, এমএফআই ও এনবিএফআই ইসতিয়াক আহমেদ শাওনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচআর