পূবালী ব্যাংকের ৫১০তম কোনাপাড়া শাখার উদ্বোধন

বিজনেস ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৪

রাজধানীর কোনাপাড়ায় পূবালী ব্যাংক পিএলসি’র ৫১০তম শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর, ২০২৫) আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে শাখাটির কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক অতি দ্রুত সময়ে সর্বোত্তম ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় কোনাপাড়াবাসীর দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে এ শাখার উদ্বোধন করা হলো। তিনি স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের শাখার আধুনিক সেবা গ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান বলেন, বিশ্বায়নের এই যুগে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার করে উন্নততর গ্রাহক সেবা প্রদানে পূবালী ব্যাংক অগ্রাধিকার দিয়ে থাকে। দেশের সর্ববৃহৎ অনলাইন নেটওয়ার্ক সমৃদ্ধ পূবালী ব্যাংকের আধুনিক ব্যাংকিং ধারার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচআর