Logo

কর্পোরেট

কনকর্ড এন্টারটেইনমেন্ট ও আবুল খায়ের কনডেন্স মিল্কের সমঝোতা চুক্তি

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩০

কনকর্ড এন্টারটেইনমেন্ট ও আবুল খায়ের কনডেন্স মিল্কের সমঝোতা চুক্তি

কনকর্ড এন্টারটেইনমেন্ট কো: লি: এবং আবুল খায়ের কনডেন্স মিল্ক লি: এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে পণ্য প্রচার ও প্রসারের ক্ষেত্রে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

চুক্তির ফলে ফয়’স লেক অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডে আগত দর্শনার্থীরা এখন থেকে সুলভ মূল্যে স্টারশিপ বেভারেজ পণ্য, আমা কফি এবং মার্কস মিল্ক পাউডারের তৈরি নানা মুখরোচক খাবার উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্টের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন কনকর্ড গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার এবং আবুল খায়ের কনডেন্স মিল্ক লি:-এর পক্ষে সই করেন নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরী এনডিসি (অব.)।

অনুপ কুমার সরকার বলেন, “ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডে দর্শকদের জন্য দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করাই আমাদের লক্ষ্য। বিনোদনমূলক শো, রোমাঞ্চকর রাইড ও নন্দনীয় পরিবেশের পাশাপাশি দর্শনার্থীরা এখন থেকে স্টারশিপ জুস, আমা কফি ও অন্যান্য পণ্যের স্বাদ উপভোগ করতে পারবেন।”

আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরী এনডিসি (অব.) বলেন, “এই কৌশলগত অংশীদারিত্ব আমাদের কাঙ্ক্ষিত গ্রাহকদের কাছে পৌঁছানোর নতুন সুযোগ সৃষ্টি করবে এবং ব্র্যান্ডের মান ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন কনকর্ড এন্টারটেইনমেন্টের মেজর এনামুল করিম (অব.), মহাব্যবস্থাপক; উজ্জল কুমার বসাক, উপ-মহাব্যবস্থাপক (বিপণন); মনোয়ার হোসেন রনি, সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয়); অভিজিৎ পাল, উপ-ব্যবস্থাপক (বিপণন) এবং আবুল খায়ের কনডেন্স মিল্ক লি: এর ইশফাক মিরাজ, সহকারী ব্যবস্থাপক (ব্র্যান্ড মার্কেটিং); এস এম রিজভী হাসান, সিনিয়র অফিসার (ব্র্যান্ড মার্কেটিং)সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি 

এমডিএ/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কনকর্ড এন্টারটেইনমেন্ট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর