আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-২০২৫ এর জাতীয় পর্ব ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জাতীয় পর্যায়ে থেকে ৬০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের নিয়ে আয়োজন করা হবে বিডিজেএসও ক্যাম্প, যেখানে তারা নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পাবে। এদের মধ্য থেকে সেরা ৬ জন প্রতিযোগীকে বাছাই করা হবে যারা আগামী ডিসেম্বর মাসে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-এ অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান।
অধ্যাপক ড. আব্দুর রব মিয়া শিক্ষার্থীদের নিয়ে গর্ব প্রকাশ করে বলেন, বর্তমানে শিক্ষার্থীরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ নয়, তারা প্রযুক্তি ও উদ্ভাবনের জগতে নিজেদের দক্ষতা প্রমাণ করছে। শিক্ষার্থীরা সমাজ ও দেশের সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজছে, যা সত্যিই প্রশংসনীয়।
মোঃ রাফাত উল্লা খান বলেন, আজকের পৃথিবীতে প্রতিটি অগ্রগতির পেছনে বিজ্ঞানের অবদান রয়েছে। শিক্ষার্থীদের উচিত বিজ্ঞানমনস্ক হয়ে গবেষণা ও উদ্ভাবনে নিজেদের নিয়োজিত করা। শিক্ষার্থীদের প্রতিটি সাফল্য আমাদের গর্বিত করে এবং আমাদের ভবিষ্যতের প্রতি আশাবাদী করে তোলে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মোঃ মুজিবর রহমান, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান ও সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী এবং আইইউবিএটি’র কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম।
উল্লেখ্য, এ বছর অলিম্পিয়াডে সারাদেশ থেকে ১৭ হাজারের বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে।
এমডিএ/এইচকে