আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স শুরু

বিজনেস ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৫
-68c0495e82bdc.png)
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী ক্যাশ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান কর্মকর্তাদের প্রতি পেশাগত দক্ষতা, সততা ও শরীয়াহ্সম্মত কার্যক্রমে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ক্যাশ কার্যক্রমে দক্ষতা বাড়াতে হবে, মানসম্মত সার্ভিসের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি জোরদার করতে হবে। ব্যাংকের সব সেবা সম্পর্কে ভালোভাবে জেনে গ্রাহকদের জানানো এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে চলার পাশাপাশি ক্যাশ লেনদেনে ঝুঁকি ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ কোর্সে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখার ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচকে