Logo

কর্পোরেট

দেশের প্রথম ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ চালু করল ব্র্যাক ব্যাংক

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৯

দেশের প্রথম ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ চালু করল ব্র্যাক ব্যাংক

প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য দেশের প্রথম ইনস্ট্যান্ট ডিজিটাল ঋণসুবিধা ‘সাফল্য ই-লোন’ চালু করেছে ব্র্যাক ব্যাংক।

এখন থেকে ছোট ব্যবসায়ী, দোকানদার ও প্রান্তিক উদ্যোক্তারা মাত্র কয়েক মিনিটেই সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ব্র্যাক ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। এসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসেবে কেবল ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রথমবারের মতো এই ই-লোন সুবিধা নিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক, যা প্রান্তিক অঞ্চলের উদ্যোক্তাদের উন্নয়নে ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতিফলন।

কাগজপত্রের জটিলতা, দীর্ঘসূত্রতা ও উচ্চসুদে স্থানীয় ঋণের কারণে এতদিন অনেক প্রান্তিক উদ্যোক্তা ফরমাল ঋণসুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমতিতে ব্র্যাক ব্যাংক এই ‘সাফল্য ই-লোন’ মডেল তৈরি করেছে, যেখানে নেই ব্রাঞ্চে যাওয়ার ঝামেলা। কেবল জাতীয় পরিচয়পত্র দিয়েই আবেদন করা যাবে এবং কয়েক মিনিটের মধ্যেই অনুমোদিত অর্থ সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে।

ঋণ পরিশোধও সহজ। উদ্যোক্তারা এজেন্ট পয়েন্ট, বিকাশ, ব্যাংকের শাখা বা উপশাখার মাধ্যমে ছয় মাসের কিস্তিতে অর্থ পরিশোধ করতে পারবেন। ইতিমধ্যে শেরপুর, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, জামালপুর ও সাতক্ষীরাসহ দেশের দুর্গম চরাঞ্চলের ৫,০০০-এরও বেশি মানুষ এই সুবিধা পেয়েছেন। ধাপে ধাপে সেবাটি আরও সম্প্রসারিত হবে।

ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “প্রান্তিক উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজ করার লক্ষ্যে ‘সাফল্য ই-লোন’ চালু ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। ঋণ প্রক্রিয়া ডিজিটাল করায় আমরা দ্রুততম সময়ে এবং কম খরচে উদ্যোক্তাদের ঋণ দিতে পারছি। এর ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়ের উন্নয়ন নিশ্চিত হবে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। দেশের প্রতিটি কোণে প্রযুক্তি ও গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর