Logo

কর্পোরেট

হতদরিদ্র কৃষক ও রিক্সাচালককে আর্থিক সহায়তা দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৮

হতদরিদ্র কৃষক ও রিক্সাচালককে আর্থিক সহায়তা দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার হতদরিদ্র কৃষক ও রিক্সাচালক মো: মেহেদী হাসানকে স্ত্রী ও সন্তানের চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে।

০৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমতিয়াজ ইউ. আহমেদ মো: মেহেদী হাসানের হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুদান প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার, এসএভিপি মো: জাকির হোসেন, জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ এবং ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো: কামাল মিয়া। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাহজালাল ইসলামী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর