Logo

কর্পোরেট

সেরা নারী সিটিও অ্যাওয়ার্ড জিতলেন ব্র্যাক ব্যাংকের নুরুন নাহার বেগম

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৪

সেরা নারী সিটিও অ্যাওয়ার্ড জিতলেন ব্র্যাক ব্যাংকের নুরুন নাহার বেগম

ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) নুরুন নাহার বেগম যুক্তরাজ্যের খ্যাতনামা ম্যাগাজিন “উইমেন’স ট্যাবলয়েড পাবলিকেশনস ইউকে” থেকে ‘বেস্ট ওম্যান সিটিও’ অ্যাওয়ার্ড পেয়েছেন।

লন্ডনভিত্তিক এই ম্যাগাজিনটি বাংলাদেশের ব্যাংকিং খাতে বিশেষ করে প্রযুক্তি খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করে। “উইমেন’স ট্যাবলয়েড অ্যাওয়ার্ডস ২০২৫” অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। এ আয়োজনের মূল লক্ষ্য হলো ঊর্ধ্বতন ও সিএক্সও পর্যায়ের নারী নেতৃত্ব, নারী উদ্যোক্তা এবং নারীকেন্দ্রিক উদ্যোগে প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি জানানো।

বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রথম ও একমাত্র নারী সিটিও নুরুন নাহার বেগম প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে পথিকৃৎ হিসেবে পরিচিত। আর্থিক প্রযুক্তি খাতে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন তিনি শুধু সিনিয়র লিডার হিসেবেই নয়, বরং দেশের প্রযুক্তি খাতে নারীদের জন্য জাতীয় অনুপ্রেরণার প্রতীক হিসেবেও সুপরিচিত।

এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “নাহার ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশনের অন্যতম প্রধান চালিকাশক্তি। ব্যাংকের শুরুর যাত্রা থেকেই তিনি শক্তিশালী প্রযুক্তি অবকাঠামো গড়ে তুলতে অবদান রেখেছেন। গ্রাহকদের জন্য দ্রুত, সহজ, সুবিধাজনক ও নিরাপদ ব্যাংকিং নিশ্চিত করতে তাঁর অভিজ্ঞতা অসংখ্য ডিজিটাল প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছে। এই অর্জন ব্র্যাক ব্যাংক পরিবারের জন্য এক গৌরবময় মুহূর্ত।”

প্রযুক্তি ক্ষেত্র ছাড়াও নুরুন নাহার বেগম নারী ক্ষমতায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি ব্র্যাক ব্যাংকের ইন্টার্নাল উইমেন ফোরাম ‘তারা ফোরাম’-এর নেতৃত্ব দিয়েছেন, যা প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম নারীবান্ধব কর্মক্ষেত্রে রূপান্তর করতে সহায়তা করেছে। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর