প্রথমবারের মতো বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উদযাপন

বিজনেস ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৮
-68c04eb9d4c03.png)
এভারকেয়ার হসপিটাল ঢাকা প্রথমবারের মতো বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে সম্প্রতি হাসপাতাল প্রাঙ্গণে একটি বিজ্ঞানভিত্তিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস পালনের উদ্যোগ আসে ২০২৪ সালে লন্ডন গ্লোবাল ক্যান্সার উইক-এ, যেখানে প্রতি বছর ৭ সেপ্টেম্বর দিনটি পালনের প্রস্তাব দেওয়া হয়। ২০২৫ সালের শুরুতে তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়। দিবসটির উদ্দেশ্য হলো ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির অপরিহার্য ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসার সহজলভ্যতা নিশ্চিত করা এবং রেডিয়েশন থেরাপি নিয়ে প্রচলিত বিভ্রান্তি দূর করা।
আলোচনা অনুষ্ঠানে ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির গুরুত্ব ও জীবনরক্ষাকারী ভূমিকা তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ডা. রত্নদ্বীপ চাস্কার, এভারকেয়ার হসপিটাল ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা, অনকোলজিস্ট এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁরা রেডিওথেরাপির অগ্রগতি, রোগীদের চিকিৎসা প্রদান এবং রেডিয়েশন চিকিৎসা নিয়ে বিভ্রান্তি দূর করার বিষয়গুলোতে বিশেষ আলোচনা করেন।
এ প্রসঙ্গে এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, “ওয়ার্ল্ড রেডিওথেরাপি অ্যাওয়ারনেস ডে ক্যান্সার চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে রেডিওথেরাপি একটি শক্তিশালী অস্ত্র। শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাধারণ রোগীরা এর সুফল পেতে পারেন।”
এভারকেয়ার হসপিটাল ঢাকা’র রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, “ক্যান্সার রোগীদের প্রায় অর্ধেকের চিকিৎসায় কোনো না কোনো পর্যায়ে রেডিওথেরাপির প্রয়োজন হয়, যা আধুনিক অনকোলজির অবিচ্ছেদ্য অংশ। তাই এই চিকিৎসা নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকলের কাছে পৌঁছে দিতেও আমাদের কাজ করতে হবে।”
একই বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আরমান রেজা চৌধুরী বলেন, “রেডিওথেরাপি আধুনিক চিকিৎসা পদ্ধতি হওয়ায় এটি নিয়ে ভ্রান্ত ধারণা ছড়াতেই পারে, তবে সম্মিলিতভাবে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে এসব ধারণা দূর করা সম্ভব। রোগীদের জানাতে ও বোঝাতে হবে যে, রেডিওথেরাপি নিরাপদ, কার্যকর এবং জীবন রক্ষাকারী।”
প্রথমবারের মতো বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উদযাপন এভারকেয়ার হসপিটাল ঢাকা’র ক্যান্সার চিকিৎসার উন্নয়নে প্রযুক্তি, উদ্ভাবন ও বিশেষায়িত দক্ষতার মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচকে