Logo

কর্পোরেট

অনলাইনে বিএডিসির ফি আদায় করবে সোনালী ব্যাংক

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১০

অনলাইনে বিএডিসির ফি আদায় করবে সোনালী ব্যাংক

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ চার্জ, সার-বীজ বিক্রয় এবং ঠিকাদার/ডিলার লাইসেন্স নবায়ন ফিসহ বিভিন্ন ফি ও চার্জ অনলাইনে আদায় করা হবে। এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

১০ সেপ্টেম্বর বুধবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি শেষে পরস্পর চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম এবং বিএডিসির সদস্য পরিচালক (অর্থ) সৌরেন্দ্র নাথ সাহা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান, বিএডিসির সচিব মো. আমিনুল ইসলাম ও হিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি 

এমডিএ/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সোনালী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর