Logo

কর্পোরেট

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জন্য ছাতা দিল এনসিসি ব্যাংক

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩২

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জন্য ছাতা দিল এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যদের জন্য ১,০০০টি ছাতা প্রদান করেছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম প্রতীকীভাবে একটি ছাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গানি-এর নিকট হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম এবং করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মোঃ আনোয়ার হোসেন।

সিনিয়র সচিব ড. নাসিমুল গানি এনসিসি ব্যাংকের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, এনসিসি ব্যাংকের মতো অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানগুলোও এ ধরনের কার্যক্রমে আরও বেশি ভূমিকা রাখবে।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংক শুধু মুনাফার উদ্দেশ্যে কাজ করছে না, বরং শিক্ষা, চিকিৎসা, কৃষি এবং সমাজ উন্নয়নের বিভিন্ন খাতে অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জন্য ১,০০০টি ছাতা প্রদান করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সামাজিক উন্নয়নে এনসিসি ব্যাংকের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি 

এমডিএ/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এনসিসি ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর