Logo

কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ট্যাপের কৌশলগত চুক্তি

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৭

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ট্যাপের কৌশলগত চুক্তি

দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ট্রাস্ট অ্যান্ড পে (ট্যাপ)-এর মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবার পরিসর আরও বিস্তৃত হবে। গ্রাহকেরা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ট্যাপে অর্থ স্থানান্তর করতে পারবেন এবং ট্যাপ ব্যবহার করে ব্যাংকের বিভিন্ন পেমেন্ট সেবা গ্রহণ করতে পারবেন।

৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু জাফর এবং ট্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস. এম. আকরাম সাঈদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিটিও (চলতি দায়িত্ব) মোহাম্মদ সোহেব আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং জালাল আহমেদ, হেড অব এমএফএস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ট্যাপের হেড অব রেগুলেটরি অ্যান্ড পার্টনারশিপ বিজনেস মোহাম্মদ আলমগীর হোসেন, সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আহমেদ উল্লাহ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি 

এমডিএ/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আল-আরাফাহ ইসলামী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর