Logo

কর্পোরেট

স্বাস্থ্যসেবা প্রাপ্তি বৃদ্ধিতে মিডল্যান্ড ব্যাংক ও মিলভিক বাংলাদেশের মধ্যে কৌশলগত চুক্তি

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪২

স্বাস্থ্যসেবা প্রাপ্তি বৃদ্ধিতে মিডল্যান্ড ব্যাংক ও মিলভিক বাংলাদেশের মধ্যে কৌশলগত চুক্তি

মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সুইডিশ হেলথটেক প্রতিষ্ঠান মিলভিক বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে স্বাস্থ্যসেবা প্রাপ্তি বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। মিলভিক বাংলাদেশ লিমিটেড ডিজিটাল স্বাস্থ্যসেবা ও বীমা সেবা প্রদানকারী শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান।

এই কৌশলগত অংশীদারিত্বের লক্ষ্য হলো ডিজিটাল প্রযুক্তি ও আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে কাজে লাগিয়ে দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা প্রাপ্তি ও সরবরাহ উন্নত করা। সহযোগিতার মাধ্যমে শুধু নগর এলাকায় নয়, বরং গ্রামীণ ও দুর্গম অঞ্চলেও টেলিমেডিসিন, স্বাস্থ্য মনিটরিং, মোবাইল হেলথ অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল স্বাস্থ্য রেকর্ডের মতো সেবার মাধ্যমে স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী হবে।

০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান এবং মিলভিক বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মি. শিহাব উদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সহযোগিতার মূল উদ্দেশ্যের মধ্যে রয়েছে— মিডল্যান্ড ব্যাংক পিএলসি’র এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সাবস্ক্রিপশন সংগ্রহ, অ্যাপ-ইন-অ্যাপ সেবার জন্য এপিআই সংযোগ, মিডল্যান্ড কার্ডহোল্ডারদের জন্য বিশেষ ছাড়, এমডিবি পেরোল প্যাকেজের সাথে মিলভিক সাবস্ক্রিপশন যুক্তকরণ এবং কর্পোরেট গ্রাহকদের জন্য স্বাস্থ্য ক্যাম্পেইন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিডল্যান্ড ব্যাংক পিএলসি থেকে উপস্থিত ছিলেন: মোঃ রাশেদ আকতার, প্রধান, খুচরা বিতরণ বিভাগ; ওমর শরীফ, প্রধান, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস; মোহাম্মদ হাসিবুর রহমান, প্রধান, ক্যাশ ম্যানেজমেন্ট; এবং আশরাফুর রহমান, রিলেশনশিপ ম্যানেজার।

অন্যদিকে মিলভিক বাংলাদেশ লিমিটেড থেকে উপস্থিত ছিলেন: মোহাম্মদ ইশাক, কান্ট্রি লিড (এমহেলথ); রিয়াজ মোস্তফা, কান্ট্রি লিড (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন); এবং রহাত ইকবাল, কান্ট্রি লিড (ফিল্ড সেলস)। সংবাদ বিজ্ঞপ্তি 

এমডিএ/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মিডল্যান্ড ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর