Logo

কর্পোরেট

এশিয়া কাপ ২০২৫-এর গোল্ড স্পনসর হলো হায়ার

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৮

এশিয়া কাপ ২০২৫-এর গোল্ড স্পনসর হলো হায়ার

বিশ্বের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার এশিয়া কাপ ২০২৫-এর গোল্ড স্পনসর হয়েছে। টানা ১৬ বছর ধরে বিশ্বে প্রথম অবস্থানে থাকা প্রতিষ্ঠানটি ক্রিকেটের মতো দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলাকে কেন্দ্র করে গ্রাহকদের আরও কাছাকাছি আনতে এই অংশীদারিত্বে যুক্ত হলো।

হায়ার জানায়, ক্রিকেট এই অঞ্চলে শুধু একটি খেলা নয়, বরং কোটি মানুষের আবেগ। তাই তাদের দীর্ঘমেয়াদী Sport-o-Tainment মার্কেটিং কৌশলের অংশ হিসেবে এশিয়া কাপ ২০২৫ স্পনসরশিপ তরুণ ও ক্রিকেটপ্রেমী গ্রাহকদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করবে।

এই স্পনসরশিপের আওতায় হায়ার নিশ্চিত করেছে স্টেডিয়াম জুড়ে অন-গ্রাউন্ড ভিজিবিলিটি—যেমন বাউন্ডারি লাইন ব্র্যান্ডিং, উইকেট ম্যাট, টস ম্যাট এবং বিগ স্ক্রিন অ্যাক্টিভেশন। ফলে প্রতিটি রোমাঞ্চকর মুহূর্তে গ্রাহকদের সামনে থাকবে হায়ার।

বিশ্বব্যাপী হায়ার ইতিমধ্যেই সমৃদ্ধ স্পোর্টস মার্কেটিং পোর্টফোলিও তৈরি করেছে, যেখানে রয়েছে আইপিএল, আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ ২০২৪, চ্যাম্পিয়নস ট্রফি এবং টেনিসের মর্যাদাপূর্ণ আসর রোলাঁ গারোঁ, এটিপি, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন।

এশিয়া কাপের মতো আইকনিক টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হয়ে হায়ার নিজেকে অ্যাপ্লায়েন্স শিল্পে আরও আলাদা করে তুলছে, ব্র্যান্ড লয়ালটি শক্ত করছে এবং গ্রাহক সম্পৃক্ততা (engagement) বাড়িয়ে ব্যবসার প্রবৃদ্ধি নিশ্চিত করছে। পাশাপাশি হায়ার বাংলাদেশ এই স্পনসরশিপ উপলক্ষে নানা ধরনের সোশ্যাল মিডিয়া কার্যক্রম হাতে নেবে, যাতে গ্রাহকেরা মজার উপায়ে এশিয়া কাপ উদযাপনে অংশ নিতে পারেন। সংবাদ বিজ্ঞপ্তি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর