Logo

কর্পোরেট

কমিউনিটি ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৯

কমিউনিটি ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও ব্যাংকের চেয়ারম্যান বাহারুল আলম বিপিএম। তিনি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই কমিউনিটি ব্যাংক মানুষের ব্যাংক হিসেবে সেবা দিয়ে আসছে। ট্রাস্ট, সিকিউরিটি অ্যান্ড প্রোগ্রেস— এই মূলনীতির আলোকে আমরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত তার বক্তব্যে ব্যাংকের ভিশন, মিশন ও ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরেন। তিনি বলেন, কমিউনিটি ব্যাংক দেশের এসএমই ও স্টার্টআপ খাতের বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি ব্যাংক চালু করেছে ‘এসএমই ৩৬০’ নামক পূর্ণাঙ্গ ব্যবসায়িক সমাধান এবং দেশের প্রথম ব্যাংক-নেতৃত্বাধীন স্টার্টআপ অ্যাক্সিলারেটর ‘স্টার্টআপ নেস্ট’। এছাড়া স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় চালু করা হয়েছে এআই-চালিত স্মল ক্রেডিট স্কোরিং মডেল এবং কিউআর-ভিত্তিক নগদ উত্তোলন ও ওয়েব-ভিত্তিক কমিউনিটি অ্যাক্সেস সেবা।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দও বক্তব্য রাখেন। তারা হলেন- এস. এম. সাজ্জাত আলী, কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ; এ কে এম শহিদুর রহমান, মহাপরিচালক, র‌্যাব; মো. গোলাম রসুল, অ্যাডিশনাল আইজি, স্পেশাল ব্রাঞ্চ; কাজী মো. ফজলুল করিম, ডিআইজি (অ্যাডমিন), পুলিশ হেডকোয়ার্টার্স; আহম্মদ মুঈদ, অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এবং কামরুল হাসান তালুকদার, সভাপতি, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

আর্থিক অন্তর্ভুক্তির অঙ্গীকারের অংশ হিসেবে নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিশেষ রিফাইন্যান্সিং চেক বিতরণ করা হয়। এছাড়া প্রিয়শপ ও ইনজেনি সিঙ্গাপুরের সহযোগিতায় তৈরি এআই-চালিত ক্রেডিট স্কোরিং মডেলের আওতায় প্রথম চেক হস্তান্তর করা হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা এ সময় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদ, সম্মানিত গ্রাহকবৃন্দ ও বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ব্যাংকের সাম্প্রতিক উদ্ভাবন ও অর্জন তুলে ধরে অডিও-ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, মোশন গ্রাফিক্স ও বিশেষ প্রদর্শনী উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। জাঁকজমকপূর্ণ গালা ডিনার ও সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ৬ বছরের সাফল্য, উদ্ভাবন ও সেবার উৎকর্ষতা উদযাপন সমাপ্ত হয়।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর