এনসিসি ব্যাংকের সঙ্গে ফিনকোচ বাংলাদেশের কৌশলগত চুক্তি স্বাক্ষর
বিজনেস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৯
এনসিসি ব্যাংক পিএলসি দেশের স্বনামধন্য অনলাইন ফাইন্যান্সিয়াল মার্কেটপ্লেস ফিনকোচ বাংলাদেশ লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে গ্রাহকরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই আমানত, রিটেইল ও এসএমই ঋণ পণ্যের সেবা গ্রহণ করতে পারবেন।
চুক্তি অনুযায়ী, ফিনকোচ বাংলাদেশ এনসিসি ব্যাংকের বিক্রয় সহযোগী হিসেবে কাজ করবে এবং তাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ব্যাংকিং পণ্যের অনুসন্ধান, তুলনা ও আবেদন করতে পারবেন। এনসিসি ব্যাংক ফিনকোচবিডি থেকে প্রাপ্ত ঋণ ও আমানতের আবেদন দ্রুত প্রক্রিয়াকরণ করবে এবং সময়মতো পণ্য সম্পর্কিত তথ্য সরবরাহ করবে।
এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম এবং ফিনকোচ বাংলাদেশ লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আলী ফাইয়াজ সৌম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের আইসিটি বিভাগের এসভিপি মো. সাজ্জাদুল ইসলাম, হেড অব ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশন শাহীন আক্তার নুহা, ইউনিট হেড অব রিটেইল ব্যাংকিং এস. এম. তানভীর হাসান এবং ফিনকোচবিডি-এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এম. খোরশেদ আলম বলেন, ‘ফিনকোচবিডি-এর সঙ্গে এই সহযোগিতা আমাদের ডিজিটাল উদ্ভাবন এবং গ্রাহকবান্ধব সেবার প্রতিশ্রুতির প্রতিফলন। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের ব্যবসার পরিসর আরও বিস্তৃত করতে এবং গ্রাহকদের জন্য ব্যাংকিং পণ্যসমূহকে সহজলভ্য করতে সক্ষম হবো।’
তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি দেশের ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে ত্বরান্বিত করবে এবং এনসিসি ব্যাংককে আরও টেকসই ও গ্রাহকবান্ধব ব্যাংক হিসেবে সুসংহত করবে। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এআরএস

