বাংলাদেশে উৎপাদিত ২ শতাধিক হালাল পণ্য মালয়েশিয়ায় প্রদর্শনীতে
বিজনেস ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮
মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম হালাল পণ্য ও সেবা প্রদর্শনী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (MIHAS) ২০২৫। এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে রিমার্ক এইচবি লিমিটেড, যা দেশের প্রথম হালাল স্কিনকেয়ার ও কসমেটিকস প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
প্রদর্শনীর মাধ্যমে রিমার্কের লিলি, নিওর, সিওডিল, হারল্যান, স্কিনমিন্ট, অরিক্স, ক্যাভোটিন, একনল, ডার্মাইউসহ ব্র্যান্ডগুলোর হালাল সার্টিফিকেশনপ্রাপ্ত দুই শতাধিক উচ্চমানের পণ্য উপস্থাপন করা হবে। প্রদর্শনী অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টার (MITEC)-এ। বিশ্বের ৬৬টি দেশ থেকে ৩ হাজারের বেশি হালাল সার্টিফাইড কোম্পানি এতে অংশ নিচ্ছে। বাংলাদেশে উৎপাদিত রিমার্কের পণ্য প্রদর্শনের জন্য বুথ নম্বর ৭ নং হল, ৭এম০২ ঠিক করা হয়েছে।
রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রাশেদুল ইসলাম জানান, রিমার্ক এলএলসি ইউএসএ, দক্ষিণ এশিয়া বিজনেস ইউনিট - রিমার্ক এইচবি লিমিটেড ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিজনেস ইউনিট - হারল্যান নিউ ইয়র্ক কোম্পানি লিমিটেড, থাইল্যান্ড যৌথভাবে প্রদর্শনীতে অংশ নিচ্ছে। তিনি বলেন, “আমাদের ব্র্যান্ডগুলো সর্বস্তরের ভোক্তাদের আস্থা অর্জন করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে পণ্য তুলে ধরে বাংলাদেশের উৎপাদন খাতের সুনাম আরও বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য।”
হালাল কসমেটিকসের জনপ্রিয়তা ক্রমবর্ধমান, শুধুমাত্র মুসলিমদের মধ্যে নয়, অ-মুসলিমদের মধ্যেও নিরাপদ ও নৈতিক গুণাবলের কারণে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব বাজারে হালাল পণ্যের বার্ষিক বৃদ্ধি ৮ শতাংশ। রিমার্ক ইতিমধ্যেই সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া ও আজারবাইজানে কার্যক্রম চালু করেছে। থাইল্যান্ডের বাজারেও রিমার্কের পণ্য রপ্তানি শুরু হয়েছে।
রাশেদুল ইসলাম আরও জানান, প্রদর্শনী থেকে আন্তর্জাতিক বাজারে রিমার্কের রপ্তানি বৃদ্ধির বড় সুযোগ সৃষ্টি হবে। হালাল সার্টিফিকেশনপ্রাপ্ত অন্যান্য ত্বক সুরক্ষা পণ্যও বিশ্বের সামনে তুলে ধরা হবে।
উল্লেখ্য, লাখো ভোক্তার আস্থা অর্জন করে রিমার্ক এইচবি দক্ষিণ এশিয়ায় কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের উৎপাদনে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও বৈজ্ঞানিক গবেষণাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি শিল্পে নতুন সংজ্ঞা রচনা করছে। ইতিমধ্যেই রিমার্কের আন্তর্জাতিক মানের পণ্য বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এবং নতুন বাজারে রপ্তানি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচেক

