ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক ‘ইনফরমেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত
বিজনেস ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক ইনফরমেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আফতাবনগরের বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অ্যাক্সেস টু অ্যাকশন: রি-থিংকিং ইন ইনফরমেশন প্র্যাকটিসেস ইন এআই’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক। স্বাগত বক্তব্য দেন ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. দিলারা বেগম।
প্রধান অতিথি অধ্যাপক শামস রহমান বলেন, “বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) জীবনের প্রায় সব ক্ষেত্রে প্রভাব ফেলছে। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, কৃষি ও নিরাপত্তা খাতেও এআই-এর ব্যবহার দ্রুত বাড়ছে। তবে এআই ব্যবহারের আগে এর ভালো ও মন্দ দিক বোঝা গুরুত্বপূর্ণ। ভুল ব্যবহারে আর্থিক ক্ষতি ও গ্রাহকের অসন্তুষ্টির মতো সমস্যা সৃষ্টি হতে পারে। এআই যুগে মিথ্যা, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নির্ণয় করা গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপানের ড. হাজিমে শিরাসাকা, জার্মানির অধ্যাপক বার্ন্ড মার্কশেফেল এবং ফ্রান্সের অধ্যাপক জ্যঁ-শার্ল ল্যামিরেল। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
সম্মেলনে বাংলাদেশ, নেপাল, ফিনল্যান্ড, ভারত, ফিলিপাইন ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ৮০টিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচকে

