এনআরবিসি ব্যাংকে ইসলামী ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৭
-68cc2e4ea4459.png)
এনআরবিসি ব্যাংকে ‘ইসলামী অর্থনীতি : সুদের বিপরীতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ট্রেনিং ইনস্টিটিউটে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মাবরুক বিল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান এবং আল আমিন ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান আব্দুল গফুর রানা।
সেমিনারে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকিংয়ের মূলনীতি হচ্ছে সুদমুক্ত লেনদেন ও ন্যায়সংগত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। বক্তারা আরও উল্লেখ করেন, শরীয়াহভিত্তিক লেনদেন শুধু বাংলাদেশেই নয়, বরং বৈশ্বিক পর্যায়েও বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচকে