Logo

কর্পোরেট

এনসিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৯

এনসিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি

নতুন উদ্যোক্তা তৈরি ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি চালু করেছে এনসিসি ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির নাম ‘এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)’। এটি সরকারের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়ন করছে।

বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী পরিচালক মোহাম্মদ কাওসার মাতিন প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক ও প্রকল্প উপ-প্রোগ্রাম পরিচালক মো. আয়ুব আলী, এনসিসি ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের প্রধান এ.কে.এম. বদরুল হাসান, ময়মনসিংহ শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মোহাম্মদ ফাইজুর রহমান এবং এসএমই রিলেশনশিপ অফিসার মো. কামরুল ইসলাম।

মাসব্যাপী এ কর্মসূচিতে এনসিসি ব্যাংক বাছাইকৃত ২৫ জন উদ্যোক্তাকে মোট ১০০ ঘণ্টার প্রশিক্ষণ প্রদান করবে। অংশগ্রহণকারীরা নতুন ও বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ, অর্থায়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়িক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা মানুষদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের সামাজিক-অর্থনৈতিক অগ্রগতিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।- সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এনসিসি ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর