Logo

কর্পোরেট

সুপারব্র্যান্ডস ২০২৫–২৬ স্বীকৃতি পেল বসুন্ধরা পেপার, টিস্যু ও ডায়াপ্যান্ট

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫১

সুপারব্র্যান্ডস ২০২৫–২৬ স্বীকৃতি পেল বসুন্ধরা পেপার, টিস্যু ও ডায়াপ্যান্ট

বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড বসুন্ধরা পেপার, বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা ডায়াপ্যান্ট অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃতি সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫–২৬। এর মধ্যে বসুন্ধরা পেপার টানা চতুর্থবার এবং বসুন্ধরা টিস্যু ও ডায়াপ্যান্ট টানা তৃতীয়বার এ সম্মাননা অর্জন করল।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ী ব্র্যান্ডগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বসুন্ধরা গ্লোবালের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুপারব্র্যান্ডস হলো একটি আন্তর্জাতিক স্বীকৃতি, যা ৩১ বছর ধরে বিশ্বের ৯০টি দেশের সফল ব্র্যান্ডকে প্রদান করা হচ্ছে। গ্রাহকদের আস্থা, ভালোবাসা এবং ইতিবাচক প্রভাব সৃষ্টিতে সক্ষম ব্র্যান্ডগুলোকেই এ সম্মাননা দেওয়া হয়।

বসুন্ধরা পেপার, টিস্যু ও ডায়াপ্যান্ট শুধু বাজারে প্রতিযোগিতার শীর্ষেই নেই; বরং সাধারণ মানুষের জীবনধারায় স্বাস্থ্য, সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।- সংবাদ বিজ্ঞপ্তি

 এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর