Logo

কর্পোরেট

দুর্গাপূজায় রেস্টুরেন্ট ও লাইফস্টাইল কেনাকাটায় নগদের ক্যাশব্যাক

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:২৪

দুর্গাপূজায় রেস্টুরেন্ট ও লাইফস্টাইল কেনাকাটায় নগদের ক্যাশব্যাক

 শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে নির্ধারিত লাইফস্টাইল ব্র্যান্ড ও রেস্টুরেন্টের ১২০০টিরও বেশি আউটলেটে কেনাকাটায় নগদ গ্রাহকেরা পাচ্ছেন ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। দুর্গাপূজা চলাকালীন এই অফার উপভোগ করতে পারবেন নগদ গ্রাহকেরা।  

সারাদেশের জনপ্রিয় ১৬টি লাইফস্টাইল ব্র্যান্ডের ৫৫০টির বেশি আউটলেট থেকে কেনাকাটা করে নগদের মাধ্যমে সর্বনিম্ন ২০০০ টাকা পেমেন্ট করলেই গ্রাহকেরা সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। লাইফস্টাইল ক্যাটাগরিতে গ্রাহকেরা রিচ ম্যান, লুবনান, ইনফিনিটি, অঞ্জন্স, বিশ্বরঙ, টুয়েলভ, আর্টিসান, জেন্টেল পার্ক, গ্রামীণ চেক, সারা লাইফস্টাইল ও বে এম্পোরিয়ামসহ বেশকিছু ব্র্যান্ড থেকে কেনাকাটায় ১৫০ টাকা করে সর্বোচ্চ দুইবারে মোট ৩০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন। 

এ ছাড়া পূজার খুশিতে ভিন্ন মাত্রা যোগ করতে পছন্দের নির্দিষ্ট কিছু মিষ্টি ও খাবারের দোকানে নগদ পেমেন্টে ১০০ টাকা পর্যন্ত ইন্সস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাচ্ছে। ননী, বাংলার মিষ্টি, টেস্টি ট্রিট, বনফুল, নর্থ এন্ড, চিলক্স, ক্যাফে ক্যাফ, ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড, চা টাইম, কাবুলিওয়ালা, কুপার্সসহ আরও অনেক রেস্টুরেন্টে গ্রাহকেরা উপভোগ করতে পারছেন। নির্ধারিত এসব রেস্টুরেন্ট, মিষ্টি ও বেকারির ৬৫০টিরও বেশি আউটলেট থেকে সর্বনিম্ন ৫০০ টাকা নগদ পেমেন্টে প্রতিবার ৫০ টাকা করে দুইবারে মোট ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন গ্রাহকেরা। অফারটি উপভোগ করতে নগদ ওয়ালেটের অ্যাপ বা *১৬৭#-এর মাধ্যমে মার্চেন্ট পে অপশনে পেমেন্ট করতে হবে। দুটি ক্যাম্পেইন চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। 

পাশাপাশি অনলাইনে কেনাকাটায়ও থাকছে ক্যাশব্যাক অফার। ই-কমার্স প্লাটফর্ম দারাজ-এর গ্রাহকেরা ন্যূনতম ৯৯৯ টাকা মূল্যের কেনাকাটায় নগদ পেমেন্ট করলে ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন। তবে এ অফারটি নগদ অ্যাপ অথবা *১৬৭# ডায়ালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই অফারটি শুধুমাত্র নগদ ই-কম (টোকেনাইজড) পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। অনলাইন কেনাকাটায় ক্যাশব্যাকের এই অফারটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নগদের আকর্ষণীয় অফারের বিষয়ে নগদের চিফ কমার্সিয়াল অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া বলেন, নগদ সবসময় মানুষের প্রয়োজন বিবেচনা করে ক্যাম্পেইন পরিচালনা করে থাকে। দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসবে নগদ অনেকের আনন্দ একটু বাড়িয়ে দিতে সবসময়ের মতো এবারও এই ক্যাম্পেইন চালু করেছে। নগদের এরকম উদ্যোগে গ্রাহকেরা উপকৃত হবেন এবং নগদের সাথে থাকবেন বলে আমরা বিশ্বাস করি। - সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নগদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর