Logo

কর্পোরেট

সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ১৩৯তম সভা অনুষ্ঠিত

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২০

সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ১৩৯তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্ট (এসইইউটি)-এর ১৩৯তম বোর্ড সভা ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের তেজগাঁওস্থ স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম।

বোর্ড সভায় সাউথইস্ট ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক, প্রশাসনিক এবং কৌশলগত বিষয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে বর্তমান একাডেমিক প্রোগ্রামগুলির মূল্যায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক নীতিমালায় আধুনিক উপায় উপকরণের সন্নিবেশ প্রাধান্য পায়। এ সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান বৃদ্ধি, গবেষণা সক্ষমতা জোরদার এবং পরিচালনাগত দক্ষতা উন্নয়নের কৌশলগত নির্দেশনা প্রদান করা হয়। বোর্ড শিল্প-সহযোগিতা সম্প্রসারণ, অত্যাধুনিক প্রযুক্তির সন্নিবেশ এবং টেকসই প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি অর্জনের গুরুত্বের ওপরও জোর দেয়।- সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সাউথইস্ট ইউনিভার্সিটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর